রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবাহানের বাসভবনে তালা ঝুলিয়ে তাকে অবরুদ্ধ করার সঙ্গে সঙ্গে এবার প্রশাসন ভবনেও তালা লাগিয়েছে আন্দোলনকারী ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দিবাগত রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন তারা।
উপাচার্য কেন ১৯৭৩-এর বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সমুন্নত রাখতে পারেননি, রাতের মধ্যেই সেই জবাব দিতে না পারলে আগামীকাল(মঙ্গলবার) সারাদিন তালাবদ্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের দু’টি প্রশাসন ভবন। ভবন দুটি তালাবদ্ধ থাকলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে আন্দোলনকারী ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, আমরা উপাচার্যের বাসভবনে তালা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন দু’টিতেও তালা দিয়েছি। আমাদের জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবো এবং প্রশাসন ভবন দু’টিও তালাবদ্ধ থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এম লুৎফর রহমান বলেন, ‘প্রশাসন ভবনে তালা দেয়ার খবর পেয়েছি। আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি।’ এদিকে রাত দু’টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান চাকরি প্রত্যাশী নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক