রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী পেশাজীবি অফিসার্স পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপ রেজিস্ট্রার এ কে এম নজরুল ইসলাম শেলীকে আহ্বায়ক ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক মাে. আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি গবেষণা মাঠে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাবেয়া খাতুন, মােস্তাফিজুর রহমান মুন্নু, আব্দুল মালেক, মাে, জাকিরুল ইসলাম, মাে. রােকনুজ্জামান মামুন, শাহ আলম খান (মিলন), মো. আমিনুর রশিদ জিন্নাহ, বজলুর রশিদ, মােক্তার হােসেন, আসলাম রেজা, হাবিবা হায়দার লিচু, আবু মাে, তারেক, সৈয়দ এ আর বখতিয়ার আলী, মাে, ফিরােজ শাহ, শহীদুল্লাহ, মাে, মজিবুর রহমান, আব্দুল মতিন, আ হ ম রাকিবুল ইসলাম, মাে. জাহাঙ্গীর আলম, মাে. আলী রেজা, মাে. নাসির উদ্দিন, মো. মনােয়ার হােসেন উৎপল, মাে. ফরমান আলী, মাে. বোরহান উদ্দিন, মাে. আলমগীর হােসেন, মাে. আলতাফ হােসেন, আবু সাঈদ চৌধুরী, আল আমিন বিদ্যুৎ ও মাে, রিয়াজ উদ্দিন প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন