রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। রবিবার উপাচার্যের এক আদেশে তাদের আগামী তিন বছরের জন্য নিয়োগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।
তিনি জানান, শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন। আর মাদার বখশ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম হোসেন।
বিডি প্রতিদিন/এমআই