হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করাসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, গলায় দড়ি দিয়ে প্রতীকী ফাঁস ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা।
জানা গেছে, ১ জুন থেকে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করাসহ ৪ দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় ‘বিশ্ববিদ্যালয় খুলে দিন নইলে গলায় দড়ি দিন’, ‘মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিন’, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না মানবো না’, ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, মানি না, মানবো না’-সহ নানা শ্লোগান দেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গলায় দড়ি দিয়ে প্রতীকী ফাঁস নেয় শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাখান করছি। বিশ্ববিদ্যালয় ব্যতীত সবকিছু ঠিকঠাক চলছে। এতদিনে অনেকের পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরার কথা। অথচ আমরা পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হলে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে না।’
এসময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা। এছাড়া আগামী শনিবার শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই