বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকীর্তি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সোনার বাংলা নির্মাণকাজে গবেষণায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ উপাধিতে ভূষিত হবেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৩তম সভায় বিষয়টি অনুমোদন করা হয়। ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ সম্মানীসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
বৃহস্পতিবার কুয়েট ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং প্রকৌশল ও প্রযুক্তির সাথে আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে কাজ করার সুযোগ তৈরী হয়েছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যিনি ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ হবেন তার হাত ধরে কুয়েটে বঙ্গবন্ধু চর্চার দিগন্ত প্রসারিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার