ফসলি মাঠ, মেঠো পথ, নির্মল বাতাস আর পাখ পাখালির কিচিরমিচির শব্দে রাজধানী সত্ত্বেও গ্রামীণ আবহে 'আধুনিক গ্রাম'খ্যাত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক অন্য রূপ।
প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় হিসেবে 'শিক্ষা-গবেষণা-সম্প্রসারণ'-এ শ্লোগান ধারণ করে ২০০১ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করলেও উপমহাদেশের কৃষি উন্নয়নে এর রয়েছে দীর্ঘ ৮৩ বছরের সমুজ্জ্বল ইতিহাস।
উপমহাদেশের কৃষিশিক্ষার সর্বপ্রাচীন এ বিদ্যাপীঠটির বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার দিন আজ। শেকৃবি পা দিল ২১ বছরে। দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কৃষিখাতের উন্নয়ন লক্ষ্যে তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ঢাকার প্রাণকেকেন্দ্র শেরেবাংলা নগরে 'দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট' নামে প্রতিষ্ঠা করেন উপমহাদেশের পুরোধা এ বিদ্যাপীঠ। পরে ১৯৪৭ সালে এটি 'পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউট' ও স্বাধীনতা পরবর্তী এর নাম হয় 'বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট'।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে কৃষি অনুষদ, কৃষিব্যবসা ব্যবস্থাপনা অনুষদ, পশুপালন ও চিকিৎসা অনুষদ, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদ নামে মোট ৪টি অনুষসহ সীড টেকনোলজি ইনস্টিটিউটের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। অনুষদ সমূহের অধীনে ৩৫টি বিভাগে মোট ৩২২ জন শিক্ষক পাঠদান ও সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত আছেন।
জনপ্রিয় 'কাজী পেয়ারা' এর জনক বাংলাদেশ সরকারের 'সায়েন্টিস্ট এ্যামিরিটস' পদে ভূষিত ড. কাজী এম বদরুদ্দোজা এখানকারই ছাত্র। 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (স্বর্ণপদক)' প্রাপ্ত শেকৃবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া উদ্ভাবন করেছেন সরিষার উন্নত জাত 'সাউ সরিষাা'।
সাগরতলে মাছের একাধিক নতুন প্রজাতির সন্ধ্যান দিয়েছে শেকৃবি অধ্যাপক ড. কাজী আহসান হাবীব। কৃতি ছাত্র এ এস এম কামাল উদ্দিন দেশের সর্বত্র পৌঁছে দিয়েছেন অমৃত কলার চাষ। ড. নূর মোহাম্মদ মিয়া ও ড. ছিদ্দিক আলী উচ্চ ফলনশীল ধানের জাত আবিষ্কার করে শুধু দেশে নয় প্রতিবেশী দেশ ভারত, নেপাল, মিয়ানমার, ভিয়েতনাম ও পশ্চিম আফ্রিকায় পেয়েছেন নানা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।
ক্যান্সার প্রতিরোধী সবজির দেশীয় আবহাওয়ার সহনশীল জাত 'সাউ টমাটিলো' শেকৃবি অধ্যাপক ড. নাহিদ জেবার অবদানে। ভিনদেশি ফুলের পরিবেশ সহিষ্ণু নতুন জাত 'নন্দিনী', ভিনদেশি সবজি ব্রাসেলস স্প্রাউট, সলুক, রোগমুক্ত পানের উন্নত জাত নির্বাচনসহ প্রাণিদেহে অনুজীবঘটিত রোগবিষয়ক সফল গবেষণা প্রতিষ্ঠানটির গবেষণাকর্মের মধ্যে অন্যতম। একাত্তরপূর্ব সংকটকালে বঙ্গবন্ধুর অন্যতম নিরাপদ আশ্রয়স্থল ছিল প্রতিষ্ঠানটির শেরেবাংলা হল।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। একইসাথে প্রশাসনিক ভবনস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত