গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ভর্তি উৎসব। ৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১০ মে পর্যন্ত। এই সময়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিয়মিত ওয়েভারের পাশাপাশি পাবেন বিশেষ অতিরিক্ত ছাড় ও স্কলারশিপ সুবিধা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসব চলাকালীন সময়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০% পর্যন্ত টিউশন ফি ওয়েভার দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে থাকছে সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়। নারী শিক্ষার্থী অথবা ৩ জনের গ্রুপভিত্তিক ভর্তির ক্ষেত্রেও সর্বোচ্চ ২৮ হাজার টাকা পর্যন্ত ওয়েভার উপভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।
গ্রিন ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের প্রোগ্রামের মধ্যে রয়েছে: সিএসই, ইইই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, ইংরেজি, ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন।
ভর্তিচ্ছুরা ইউনিভার্সিটির পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাস অথবা শেওড়াপাড়ার সিটি ইনফরমেশন সেন্টারে সরাসরি যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
বর্তমানে পূর্বাচলের ক্যাম্পাসে ইউনিভার্সিটির পাঠদান কার্যক্রম চলছে। রয়েছে হোস্টেল সুবিধা, ইনডোর গেমসসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা। এছাড়াও ছাত্র-শিক্ষক বিনিময় এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ ছাড়াও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে।
বিডি প্রতিদিন/মুসা