হসপিটালিটি শিক্ষা নেটওয়ার্কের সম্প্রসারণের আরেকটি ধাপ হিসাবে, ইন্ডিয়ান স্কুল অফ হসপিটালিটির সাথে কৌশলগত চুক্তির মাধ্যমে ভারতে যাত্রা শুরু করলো সোমেট এডুকেশন। ভারতের হসপিটালিটি খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব দিলিপ পুরী ও তার সহযোগীদের সহায়তায় প্রতিষ্ঠিত করেন ইন্ডিয়ান স্কুল অফ হসপিটালিটি (আইএসএইচ)।
এছাড়াও সোমেট এডুকেশন আরো দুটি মর্যাদা সম্পন্ন ভারতীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অংশীদার: ইকোল ডুকাস, বিশ্বব্যাপী কুলিনারি ও পেস্ট্রি আর্টের শিক্ষায় বিশ্বব্যাপী সমাদ্রিত একটি নাম এবং লেস রোচেস, হসপিটালিটি বিজনেস শিক্ষায় বিশ্বের শীর্ষস্থানীয় একটি স্কুল।
সোমেট এডুকেশনের সিইও বেনো-ইটিয়েন ডোমেঞ্জেট এ নিয়ে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা বড় অংশ হসপিটালিটি এবং এর সাথে সম্পর্কিত খাতের সাথে যুক্ত। আমরা আইএসএইচ এর সাথে অংশীদারিত্বের ফলে বেশ আনন্দিত। আইএসএইচ ভারতেই তাদের শিক্ষার্থীদের বিশ্বমানের হসপিটালিটি এবং কুলিনারি ম্যানেজমেন্টের শিক্ষা দিয়ে আসছে।”
হসপিটালিটি এবং সেবা খাতে ভবিষ্যত নেতৃত্বের দরকার যারা ভারতে ও ভারতের বাইরে বৈশ্বিক সুযোগগুলোকে গ্রহণ করতে প্রস্তুত। ইন্ডিয়ান স্কুল অফ হসপিটালিটি তাদের ক্যাম্পসটি পরিচালনা করছে ভারতের গুরুগাঁওয়ে (দিল্লি এনসিআর)।
ভারতে এই স্কুলকে আদর্শ হিসেবে ধরা হয় হসপিটালিটি ম্যানেজমেন্ট, কুলিনারি আর্ট ইন্ডাস্ট্রি এবং এর সহযোগীদের মধ্যে। আইএসএইচ স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী ছাড়াও ডিপ্লোমা এবং সার্টিফিকেট প্রোগ্রাম পরিচালনা করে থাকে। আইএসএইচ তাদের পোর্টফোলিয়োকে আরো সমৃদ্ধ করার জন্য শিক্ষার্থীদের দিচ্ছে বিদেশে সেমিস্টার করার সুযোগ। যার ফলে ভারতে পড়া শুরু হলেও তা শেষ হবে নেটওয়ার্কের আওতাধীন অন্য ইউনিভার্সিটিতে। এছাড়া এখানে নতুন প্রোগ্রাম যুক্ত হয়েছে যার মাঝে আছে লেস রোচেস সুইজারল্যান্ডে এমবিএ করার সুযোগ।
আইএসএইচ এর প্রতিষ্ঠাতা ও সিইও দিলিপ পুরী বলেন: "আমাদের দর্শন হলো শিক্ষার্থীদের ব্যাতিক্রমী ও মানসম্মত শিক্ষা এবং একই সাথে বৈশ্বিক কারিকুলামের সাথে সঙ্গতি রেখে বিশ্বমানের অবকাঠামো এবং বিশ্বমানের প্রযুক্তি ও শিক্ষকদের মাধ্যমে পাঠদান। সোমেট এডুকেশনের সাথে অংশীদারিত্ব আমাদের সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে। সেই সাথে সারা ভারত জুড়ে এবং আশে পাশের দেশগুলোতে আমাদের প্রভাব বৃদ্ধি করবে সোমেটের ৮টি দেশের ১৮ টি ক্যাম্পাস এবং ৬০,০০০ এ্যালামনাইয়ের মাধ্যমে।"
আইএসএইচ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা লেস রোচেস এর সুইজারল্যান্ড বা স্পেন ক্যাম্পাসে তাদের মাস্টার্স সম্পন্ন করার সুযোগ পাবেন। এই অঞ্চলে আরও সম্প্রসারণ বৃদ্ধি করা এই অংশীদারিত্বের পরিকল্পনার অন্তর্ভুক্ত যার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী তিন বছরের মধ্যে ভারতে আরও একটি ক্যাম্পাস সংযোজন করা হবে।
আরও জানতে ভিজিট করুনঃ
www.sommet-education.com
www.ish.edu.in
বিডি প্রতিদিন / অন্তরা কবির