কাতারের দোহায় কোয়ারেন্টাইন শেষ করে বাংলাদেশে ফিরবেন চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের আফগান শিক্ষার্থীরা। নিজ দেশ আফগানিস্তানে ছুটিতে যাওয়া এসব শিক্ষার্থীদের উদ্ধার করে দোহায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা কাতার সকারের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইন পালন করছেন।
চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী বলেন, ‘আফগান শিক্ষার্থীরা কখন দেশে ফিরবে তা আমাদের জানা নেই। তবে তারা এখন কাতারে কোয়ারেন্টাইন পালন করছে। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর তাদের বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। এখনো পর্যন্ত তাদের ফেরার তারিখ নির্ধারণ হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন কতৃপক্ষ।’
প্রসঙ্গত, চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ শিক্ষার্থী ছুটি কাটাতে গিয়েছিলেন আফগানিস্তানে। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর আটকে যায় ওই শিক্ষার্থীরা। এরপর তাদের উদ্ধার করে কাতারে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল