স্বাধীনতা বিরোধী, ছাত্রদল ও ছাত্রশিবিরের অপশক্তি রুখতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে মিছিল শেষ করেন।
নেতাকর্মীরা বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সব সময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি আশরাফুল আলম টিটন, সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন, আব্দুল্লাহ শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হুসনে মুবারক রিশাদ, তারেক আজিজ, শান্ত নাজমুল বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, সৈয়দ শাকিল, আসাদুজ্জামান আসাদ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর