২৩ অক্টোবর, ২০২১ ১৪:৫১
রবি শিক্ষক ফারহানার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট মিটিং মুলতবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি :

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট শুরু

১৪ শিক্ষার্থীর চুলকাটায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের বিষয়ে শুক্রবার ঢাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে কোন সিদ্ধান্ত না নেয়ায় রাত থেকেই শিক্ষার্থীরা আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট শুরু করেছে। 

রাত ৮টা থেকে শাহজাদপুরের কান্দাপাড়ার একাডেমিক ভবনের সামনে অনশন ও অবস্থান ধর্মঘট শুরু করেছে। এতে আবারও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠছে। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু জাফর ও শামীম হোসেন জানান, সিন্ডিকেট বৈঠকে অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত হওয়া আশা করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোন সিদ্ধান্ত না নিয়ে আমাদের পরীক্ষার হলে ফিরে যেতে বলেন। আমরা তাদের এ আদেশ গ্রহণ না করে শিক্ষিকা ফারহানার স্থায়ী বরখাস্ত না হওয়া পর্যন্ত আবারও আন্দোলন শুরু করেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর