রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শুক্রবার থেকে দুই দিনব্যাপী ধর্মীয় সম্প্রীতি বিস্তার ও শান্তি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা বিষয়ে কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলাভবনে সকাল দশটা থেকে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালার শুরুতে আয়োজকদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা বক্তব্য উপস্থাপন করেন।
কর্মশালায় সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার গুরুত্ব এবং সেটির উপায়, শান্তি ও সহনশীলতার গুরুত্ব এবং এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুজ্জামান জোয়ার্দার। সমাজ ও রাষ্ট্রে শান্তিরক্ষা এবং সেটিতে তরুণ সমাজের ভূমিকা, ধমীয় স্বাধীনতা নিয়ে যথাক্রমে আলোচনা করেন এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহমুদা সুলতানা ও প্রকল্প কর্মকর্তা মিতা সরকার।
আগামীকালের কর্মশালায় আরো তিনটি বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ড. রবিউল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আ. কাইউম এবং এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াছ হোসেন। কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পনেরটি বিভাগের বাছাইকৃত পঁচিশজন শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল