শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র জন্ম দিবস আজ রবিবার। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও এর সকল অঙ্গ-প্রতিষ্ঠান।
এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠাতার জীবন ও কর্মের ওপর চিত্রকর্ম প্রদর্শনী, মো. ইমামুল কবীর শান্ত স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ও শান্ত-নিকেতনে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়া রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র, ওষুধ, খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চালুসহ আরও কর্মসূচি গ্রহণ করা হবে।
দিবসটি উপলক্ষে গত শুক্রবার সকালে বনানী কবরস্থানে মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়ার আয়োজনসহ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এমপি, চিত্রশিল্পী শিল্পী হাসেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনষুদের ডিন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ত্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. মো. আহসানুল কবির, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ত্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক চিত্রশিল্পী মোস্তাফিজুল হক ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শেখ তানভীর আহমেদ (রনি) প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই