রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা আনুষ্ঠানিকতায় উদযাপন হয়েছে কৃষিবিদ দিবস। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনস্থ গোল চত্বরের সামনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বেলুন উড়ানো হয়। পরে একটি আনন্দ র্যালি গোলচত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
র্যালি শেষে শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান, ইন্সটিটিউট অব সীড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও কর্ম পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, প্রক্টর ড. মো. হারুন-উর-রশীদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই