শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলো আগামীকাল সোমবার থেকে খুলে দেওয়া হবে।
রবিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে। এছাড়া সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
বিডি প্রতিদিন/এমআই