বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিবাহ বহির্ভূত প্রেম-ভালোবাসার বিপক্ষ সংগঠন শেকৃবি সিঙ্গেল স্কোয়াডের একবছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৩) গঠিত হয়েছে। তবে ১০২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে নেই কোনো মেয়ের নাম।
সিঙ্গেল স্কোয়াডের এ কমিটিতে সভাপতি হিসেবে নুকুল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক হিসেবে আবু সাইদ নিযুক্ত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন-ক্রাস বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সিয়াম, কাপল দমন বিষয়ক সম্পাদক মো. সিয়াম, তুষার আহমেদ ও অজয়; জাস্টফ্রেন্ড বিষয়ক সম্পাদক সৌমেন দে কাঁকন ও জাহিদ হাসান; অশ্লীলতা বিষয়ক সম্পাদক মাহমুদ নকিব ও আজমাইন সাদিব; এগ্রোনমি ফিল্ড বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হৃদয় ও মারুফ; ওয়াইফাই জোন নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ উলহক ও রবিন; লাইব্রেরি প্রেম নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক জাকির হাসান ও ফারদিন ফাহিন; চিপাচাপা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক তাওহীদ আবিব ও ওয়ালিদুর।
এছাড়াও কমিটিতে রাখা হয়েছে ক্যাফেটেরিয়া, রমজান ভাইয়ের পুকুরপাড়, প্যারিস রোড, অক্সফোর্ড রোড, টিএসসি, নবাব চত্বর, বউবাজার ও প্রশাসনিক ভবন পিছন বিষয়ক সম্পাদক।
কমিটির উপদেষ্টা সদস্যগণ হলেন-আশিক আল মাহবুব, মো. সোলায়মান, রতন চন্দ্র হালদার, ফাতিন ইলহাম, মশিউর রহমান ও মনোয়ারুল ইসলাম সজল।
সিঙ্গেল স্কোয়াডের এত বড় কমিটিতে কোনো মেয়ে নেই কেন জানতে চাইলে উপদেষ্টা সদস্য মনোয়ারুল ইসলাম সজল বলেন, ‘এই সিঙ্গেল স্কোয়াডে যারা আছে তারা সবাই পিউর সিঙ্গেল। মেয়ে নেই কেন আমরা খতিয়ে দেখছি। হল কমিটি গঠন করে নতুন উদ্যমে কার্যক্রম শুরু হবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন