আজ ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেক শিক্ষার্থী। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে তারা উদযাপন করেছেন দিনটি।
তবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রেম বঞ্চিতরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসে ‘প্রেম-বঞ্চিত সংঘের’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে দিকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে বটতলায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রম বঞ্চিত সংঘের ইসতিয়াক, সিয়াম, তালুকদার মো. সোলায়মান, হাসিবুর, কামাল ও সৌরভসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই