চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ‘সিঙ্গেল ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন ‘লুঙ্গি-শাড়ি সমাবেশ ও বসন্তবরণ’ উৎসব করেছে। এতে ‘বসন্তের বাতাসে, লুঙ্গি উড়বে আকাশে’ শ্লোগানে র্যালি করেছে তারা।
সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) এলাকা থেকে একটি র্যালি শুরু করে শহীদ মিনারের দিকে গিয়ে শেষ করতে দেখা গেছে।
লুঙ্গি ও শাড়ি পরার কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেন, সমাজে অভিজাত শ্রেণির অনেক মানুষ লুঙ্গি পরাকে নিরুৎসাহিত করে। আমরা মনে করি লুঙ্গি ও শাড়ি সামাজিক শ্রেণি নির্বিশেষে সবার পোশাক। পোশাকের স্বাধীনতা সবার থাকতেই পারে।
বিডি প্রতিদিন/এমআই