মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের ২য় তলার মিলনায়তনে এ নব-নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শাপলা প্যানেলের মজনু-বিদ্যুৎ পরিষদ থেকে সভাপতি পদে মোঃ মফিজুল ইসলাম মজনু, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ছাদিকুল হক, সহ-সভাপতি পদে সত্য সাহা, সাধারণ সম্পাদক পদে ডক্টর ইকবাল বাহার বিদ্যুৎ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এম.এ আজাদ সোবহানী আল ভাসানী, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আবুল হোসেন, সহ-অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ফরিদুজ্জামান ফারুকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রেজাউল করিম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মেহের আলী, দপ্তর সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আমজাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন, সদস্য ১ম এস. এম সেলিম মিয়া, সদস্য ২য় মোঃ ফারুক হোসেন, সদস্য ৩য় ডা. হারুন-অর-রশিদ রাসেল, সদস্য ৪র্থ মোহাম্মদ আব্দুর রফিক ও সদস্য ৫ম মুহাম্মদ ইপিয়ার হোসেন শপথ গ্রহণ করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মোঃ আবু তালেব, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও মোঃ গোলাম মওলাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন