স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)’র উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় যুক্তরাষ্ট্রে মিডিয়া গ্রাজুয়েটদের উচ্চশিক্ষা শীর্ষক এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হবে। এসইউবি’র জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এই সেমিনারটির আয়োজন করছে। সেমিনারে মূল বক্তব্য প্রদান করবেন যুক্তরাষ্ট্রের সাউথ অ্যালবামা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আগ্রহী যে কেউ এই সেমিনারে অংশ নিতে পারবেন। সময়-১১ টা।
অনুষ্ঠানের জুম লিঙ্ক- https://bdren.zoom.us/j/68517019310
উল্লেখ্য, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগ নিয়মিত এই ধরনের সেমিনারের আয়োজন করছে। গত ৭ই ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ‘আর্ট অব প্রেজেন্টেশান ফর মিডিয়া’ বিষয়ক একটি অনলাইন সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শবনম আজিম। সেমিনারটি সঞ্চালনা করবেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: সামসুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল