টানা ৩৬ দিন বন্ধের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবারও সশরীরে ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পূর্বে গৃহীত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়।
জানা যায়, গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ক্যাম্পাস।
এদিকে, ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আতিফা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। বিগত দিনে আমাদের যে সময়ক্ষেপণ হয়েছে, আশা করছি তা কাটিয়ে উঠতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, পূর্বের রুটিন অনুযায়ীই বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস করছেন।
বিডি প্রতিদিন/এমআই