রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া বলেন, 'এর আগে ২০২০ সালে আমাদের হলগুলোর সম্মেলন হওয়ার কথা ছিল। এজন্য আমরা পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছিলাম। কিন্তু অনিবার্যকারণবশত সেই সময় হল সম্মেলন করা সম্ভব হয়নি। পরবর্তীতে করোনার কারণে দীর্ঘ সময় অতিক্রম করতে হলো। অনেক দিন থেকেই আমরা নতুন করে হল সম্মেলনের একটা সুনির্দিষ্ট তারিখ ঠিক করার চেষ্টা করছিলাম। সবশেষ আমাদের রাজশাহী মেয়র ও কেন্দ্রীয় ছাত্রলীগ যৌথভাবে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন