ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৪ মে থেকে দফায় দফায় সংগঠিত ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ছাত্রদলের সশস্ত্র হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করবে, যারা ক্যাম্পাসে ডেমোক্রেসির কথা বলে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ দাঁত ভাঙা জবাব দিবে। এই মানববন্ধনের মাধ্যমে বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অস্ত্র নয়, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গিটার বাজবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এছাড়াও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ঢাবি হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে হল ছাত্রলীগের নেতাকর্মীরা, ঢাকা কলেজ ছাত্রলীগ, হোম ইকোনমিক্স কলেজ ছাত্রলীগ, ইডেন কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে মঙ্গবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯ টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে ঘটনার সূত্রপাত হয়। ওই সংঘর্ষে ছাত্রদলের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করে সংগঠনটি। তারপরে আবার বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এলাকায় বেলা বারোটার দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। ওইদিনের ঘটনায় ছাত্রদল তাদের ৪৪ জন আহত এবং তার মধ্যে ৬ জন আইসিউতে আছেন বলে দাবি করে। ঘটনার পরীপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামী করে একটি মামলা করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ