ইউল্যাবের শীর্ষ স্নাতকবৃন্দ গত ২৬ মে স্বর্ণপদক গ্রহণ করেছেন। ২০২১-এ অনুষ্ঠিত ইউল্যাবের অনলাইন কনভোকেশনে তারা স্বর্ণপদকের জন্য মনোনিত ছিলেন। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রাদিয়া আল রশিদ (বিএ ইন ইংলিশ), জ্যাকলিন পিউ বোস (এমএ ইন ইংলিশ), শামায়েল মর্তুজা (এমএ ইন ইংলিশ) এবং এস এ এম রায়হানুর রহমান (এমএ ইন ইংলিশ) । ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান তাদের হাতে এ পদক তুলে দেন।
ইউল্যাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পদকবিতরণ অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব), ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক আরিফা গনি রহমান এবং পদকপ্রাপ্তদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল