চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান তৈরি করতে ছাত্রদলের নেতা-কর্মীরা শোডাউন করেছে। তবে অল্প সময়ের মধ্যে সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে শোডাউন করেই ক্যাম্পাস ত্যাগ করে তারা।
আজ সোমবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে চাকসু ভবন পর্যন্ত শোডাউন করে ছাত্রদল নেতাকর্মীরা। এতে বিভিন্ন হল ও ফ্যাকাল্টির ছাত্রদলের নেতৃবৃন্দসহ ২০-২৫ জন উপস্থিত ছিলেন। তবে দেখা যায়নি দলের সভাপতি অথবা সাধারণ সম্পাদককে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সভাপতি এবং সাধারণ সম্পাদক পারিবারিক কারণে অনুপস্থিত থাকলেও আমরা নিয়মিত ক্যাম্পাসে যাতায়াত করছি। ক্যাম্পাসে সবার সহবস্থান নিশ্চিত করতে চাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা কার্যক্রম পরিচালনা করছি।’
বিডি প্রতিদিন/ফারজানা