পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার দুপুর ১২টায় শুরু হওয়া এ মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সমাবেশে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি গোলাম কিবরিয়া।
সমাবেশে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ স্বপ্ন দেখতে শিখেছে। মানুষের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী সরকার কাজ করছে। বঙ্গবন্ধুর দেখানো পথে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। মেগা প্রকল্প হয়, জিডিপি বাড়ে, মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়। পদ্মা সেতুর উদ্বোধন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও সামগ্রিক উন্নয়নের উৎকৃষ্ট উদাহরণ।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা