দেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশলাল ডিডেট ফেডারেশ বাংলাদেশ (এনডিএফ বিডি) গত ২৪ ও ২৫ জুন সিলেট জেলার বন্যার্তদের সাহায্যের জন্য আয়োজন করে "এনডিএফ বিডি উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা'২০২২"।
আয়োজনে দল গঠনের ক্ষেত্রে ৩ জন বিতার্কিকদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হবারও সুযোগ রাখা হয়। আয়োজনে সর্বমোট ২০টি দল অংশগ্রহণ করে এবং ৩৫ জন বিচারক নিয়ে ২ দিনে ৩টি ট্যাব, প্রি-সেমি, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যদিয়ে শেষ হয় বিতর্ক অনুষ্ঠানটি।
অংশ নেয়া দলগুলো হলো: ম্যারিটাইম বি, ডিএসএস ডিসি কুসুমবা, সুড আই হ্যাট মাই মাইন্ড? ৪.০,দ্যা গ্রীণ মাইল, বিআরইউডিএফ-স্বাধীনতা স্মারক, বিআরইউডিফ- হতাশা চত্বর, ডিসিএন বিক্রমবিহার, নওগাঁ গার্লস কলেজ ডিবেট ক্লাব, ডিসিআরসি মেঘবালক, ডিসিএন ছোট যমুনা, সুন্দরবন রাইডার্স, মেডিকেল হোয়াইট এ্যাপ্রোন ডিবেট টিম, ডিসিআরসি-দূর্জয়, এনএসটিইউডিএস সংগ্রাম, ডিএনসি পতিসর, বিএনডিপি-সোনারগাঁও, নওগাঁ গার্লস কলেজ ডিবেট ক্লাব-মুক্তমঞ্চ, হিপোক্র্যাসি ১.০, বিইউপি আলফা, কেএনজিসিডিএস- বাঁধনহারা।
প্রতিযোগিতায় বিজয়ী দল "হিপোক্র্যাসি ১.০" (আয়মান ফাইয়াজ-জাবি, আবিদ ফয়সাল- এনএসইউ, মাহমুনূর হামিদ- বিউপি), বিজিত দল "দ্যা গ্রীণ লাইন" (রেজাওনুল ইসলাম শুভ- এনএসইউ, প্রান্তীক, ফারিম)।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, আফসান আক্তার এ্যানি (কো-চেয়ারম্যান, এনডিএফ বিডি), অর্ঘ সাহা (ডা. মাহবুবুর রহমান কলেজ ডিবেটিং ক্লাব), আসিফুল হুদা চৌধুরী (যুগ্ম-পরিচালক, এনডিএফ বিডি), তাহমিনা ইসলাম তিথি (যুগ্ম-সম্পাদক, এনডিএফ বিডি) ও সফিক বাপি (কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)।
অনুষ্ঠানের কনভেনারের দায়িত্ব পালন করেন বিলকিস বারী (যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, এনডিএফ বিডি) এবং কো-কনভেনারের দায়িত্ব পালন করেন শাহরিয়ার কবির (কার্যনির্বাহী সদস্য, এনডিএফ বিডি) এবং ফান্ড কালেকশানের দায়িত্বে ছিলেন সিদরাতুল মুনতাহা (সংগঠক, এনডিএফ বিডি)
এই আয়োজন হতে সংগৃহীত সকল অর্থ এনডিএফ বিডি সিলেট জেলায় বন্যার্তদের মাঝে বিতরণ করবে।
বিডি প্রতিদিন/আরাফাত