১ জুলাই, ২০২২ ২১:০০

সোনারগাঁও ইউনিভার্সিটির রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সোনারগাঁও ইউনিভার্সিটির রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে সামার-২০২২ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আব্দুল জব্বার খাঁন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল বাশার নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বরণ করে নেয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

নজরুল ইসলাম বাবু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রতিষ্ঠার কথা স্মরণ করে সব শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার কথা বলেছেন। 

আব্দুল জব্বার খাঁন শিক্ষার্থীদের সংবিধান অনুযায়ী চলার কথা বলেন। তিনি তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় অনুধাবনসহ সংবিধানকে লালন করার কথাও বলেন। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর