৩ জুলাই, ২০২২ ২২:৪৭

ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ইবির ‘তারুণ্য’

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ইবির ‘তারুণ্য’

কুড়িগ্রামের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন ‘তারণ্য’। প্রায় চারশত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

রবিবার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জের ঢ্যাবঢেবির চর, কাটগিরি চর এবং নতুন চরসহ বিভিন্ন চরের মানুষের মাঝে দেওয়া হয় এ ত্রাণসামগ্রী।

ত্রাণসামগ্রীী পণ্যসমূহ হলো, চাল, ডাল, আলু, পেয়াজ, রান্নাযোগ্য খাদ্য পণ্য, মশলা, শুকনা খাবার, ভোজ্য তেল, লবন, সাবান, গুড়া দুধ, শিশুখাদ্য, জরুরি চিকিৎসা দ্রব্য, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ জীবাণুনাশক ড্রপার বোতল ইত্যাদি।।

এ ছাড়া গত ২৯ জুন সিলেটের সুনামগঞ্জের তাহিরপুরেরপানিবন্দী আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে তারুণ্য। কুষ্টিয়া, ঝিনাইদহ ও ক্যাম্পাসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফান্ড সংগ্রহ করেন সংগঠনটির সদস্যরা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর