৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এসি বাস ও অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এগুলো উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের জন্য ৬৮ লাখ টাকায় কেনা ৩০ সিটের মিনি বাস এবং শিক্ষার্থীদের জন্য ৪৩ লাখ টাকার একটি এসি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহীর প্রচণ্ড তাপদাহে শিক্ষকদের একটু স্বস্তির পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো অসুস্থতায় দ্রুত সেবা প্রদানের লক্ষ্যেই মূলত এই সেবা চালু করা হয়েছে। এসব গাড়ি সকলের সেবায় সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১৯৫৩ সালের ৩১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একই বছরের ৬ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দেশের অন্যতম প্রধান এই বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়ের ৭০ বছর পদার্পণ উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল