ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক ভবন যমুনা’র নিচতলার গ্রিল কেটে আনুমানিক ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ ও কয়েকটি স্টিলের ট্যাপ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া জিনিসের মূল্য ২ লক্ষাধিক টাকা বলে দাবি সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ভূক্তভোগী শিক্ষকের স্ত্রী। তবে পরিমাণ আরো বেশি হতে পারে বলে ধারণা করছে ভুক্তভোগী শিক্ষক ড. এরশাদউল্লাহ।
চুরি হওয়া ওই কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এন.এম এরশাদউল্লাহ। একই ভবনের চতুর্থ চলায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত প্রক্টর ড. শফিকুল ইসলাম এবং দ্বিতীয় তলায় প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম থাকেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের পর আবাসিক এলাকার বাসায় (যমুনা ভবন) তালা দিয়ে স্বপরিবারে চলে যান। এরপর আনুমানিক ৩ জুলাই ভবনের পিছনের ব্যালকনি দিয়ে গ্রিল কেটে ভেন্টিলেটর ভেঙে চোর ভিতরে ঢুকে। মঙ্গলবার সন্ধ্যায় চুরির বিষয় জানতে পেরে ওই শিক্ষকের স্ত্রী বুধবার ক্যাম্পাসে আসেন। তিনি আনুমানিক ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ ও কয়েকটি স্টিলের ট্যাপ চুরির বিষয় নিশ্চিত করেছেন। তবে চুরির পরিমাণ আরো বেশি হতে পারে বলে ধারণা করছে ওই শিক্ষক।
দায়িত্বরত প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে নিরাপত্তা ঢেলে সাজানোর পরও এমন ঘটনা দুঃখজনক। হয়তো কোনো জায়গায় ঘাটতি রয়েছে তা খুঁজে বের করে সমাধানের চেষ্টা করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল