চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে ছাত্রীরা। তাদের অভিযোগ, ‘হলের লাইব্রেরিকে বানানো হয়েছে গণরুম। হলে আর কোনো লাইব্রেরি নেই’। এছাড়াও হল অপরিষ্কার থাকায় ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথাও জানান তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণে প্রভোস্ট এক সপ্তাহ সময় চাইলে তালা খুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্রীদের দাবিগুলো হলো শেখ হাসিনা হলের নির্মিত বর্ধিত অংশ খুলে দেয়া, হলে কর্মচারী বাড়ানো, লাইব্রেরি রুম থেকে গণরুম তুলে দিয়ে লাইব্রেরি রুম আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং হলের কর্মচারীদের ড্রেস কোড নির্ধারণ করে দেওয়া।
শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে. এম রেজাউর রহমান বলেন, ‘তাদের যৌক্তিক এই দাবিগুলো আমরা জেনেছি। আশা করছি কয়েকদিনের মধ্যে মেয়েদের সব দাবি বাস্তবায়ন করা হবে’।
বিডি প্রতিদিন/ফারজানা