“ওভারভিউ অফ দ্যা পাওয়ার সিস্টেম বাংলাদেশ- কারেন্ট স্ট্যাটাস এ্যান্ড ইসুজ” শীর্ষক সেমিনার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ২৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
এআইইউবি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে নিয়মিত আয়োজন “ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ”-এ এআইইউবি’র প্রকৌশল অনুষদ উক্ত সেমিনারটি আয়োজন করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি বক্তা ছিলেন মাল্টি-সেক্টর কনসালটেন্ট প্রফেসর ড. মুহাম্মদ রিয়াজুল হামিদ। সম্মানিত অতিথি বক্তা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক অবস্থা নিয়ে বিশদ আলেচনা করেন।
অধ্যাপক হামিদ বিগত ১৩ বছরে বাংলাদেশের জ্বালানি বিষয়ে প্রধান শক্তিসমূহের উৎস এবং বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
এআইইউবি এর প্রকৌশল অনুষদের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান সম্মানিত বক্তাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ক্রেস্ট প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন