বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষামন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অগ্রযাত্রায় মন্ত্রী সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর