স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম আরম্ভ হয়। এসময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, সায়েন্স ফ্যাকাল্টির ডীন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহম্মদ কামরুজ্জামান মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা কর্মচারীরা।
এরপর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নং এ জাতির পিতার প্রতিকৃতি-তে পুস্পমাল্য অর্পণ করা হয়। ১৬ আগস্ট বেলা ১১ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল বাশার। সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া।
এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে জাতির পিতার জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মারক চিত্র প্রদর্শনী, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
বিডি প্রতিদিন/হিমেল