মেসেঞ্জারে কথোপকথনের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করার ঘটনায় হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল হোসেনের পদত্যাগের দাবি জানিয়েছে বামধারার ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ’। শনিবার এক বিবৃতিতে তারা এ দাবি জানায়। এতে ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিতের দাবিও জানানো হয়।
বিবৃতি বলা হয়, ‘নিজ বিভাগের মেসেঞ্জার গ্রুপে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচির ফলে সৃষ্ট জনভোগান্তির সমালোচনা করার পর সেই স্ক্রিনশট হল ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে গেলে তারা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী) মারুফকে ডেকে নিয়ে মারধর করে এবং হল প্রশাসন মিলে থানায় সোপর্দ করে। হলগুলোতে দখলদারিত্ব ও সন্ত্রাস বজায় রাখতে গিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ ন্যূনতম সমালোচনাও গ্রহণ করতে পারছে না। সমালোচনা সমনের জন্য প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায়।
গেস্টরুমে ম্যানার শেখানোর নামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করা হয়। সারাদেশে বিদ্যমান স্বৈরতান্ত্রিক পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে বজায় রেখেছে ছাত্রলীগ। আবার আমরা দেখলাম হল প্রভোস্ট স্বপ্রণোদিত হয়ে মারুফকে থানায় সোপর্দ করেছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সেখানে প্রশাসন খোদ ফ্যাসিবাদের পদলেহন করছে।
বিবৃতি ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়েই আমরা প্রশাসন ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের এরূপ মেলবন্ধন দেখতে পাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ সারাদেশে যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে সেটা টিকিয়ে রাখতে তাদের ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্ব ও সন্ত্রাসের পরিবেশ বজায় রেখেছে। যেহেতু প্রশাসনও সরকারি আশীর্বাদেই নিয়োগপ্রাপ্ত, ফলে তারা সরকারি ছাত্র সংগঠনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো বিচার করে না এবং তা হ্রাস করারও চেষ্টা করে না।
ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), ছাত্র ফেডারেশন, বিপ্লী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ যৌথ এ বিবৃতিটি দেন। এর আগে, গতকাল একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় তারা হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর