বরিশালসহ দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৪০ জন পরীক্ষার্থী।
পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এমএ কাইয়ুম উপস্থিত ছিলেন।
ড. এমএ কাইয়ুম জানান, শনিবার ‘গ’ ইউনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৮৭৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৪০ জন। উপস্থিতির হার ৯৫.৭৮ ভাগ।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গত ১৩ আগস্ট গুচ্ছ পদ্ধতিতে ‘খ’ ইউনিটের এবং ৩০ জুলাই ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন