দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসমূহের সময়সূচিতে পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের পর নিজেদের অফিস সময়েও পরিবর্তন এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন থেকে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে। আগামীকাল বুধবার থেকে এ নিয়ম কার্যকর হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে, ওই বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস আগামীকাল ২৪ আগস্ট হতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। পূর্বের ন্যায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। এতে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বুধবার থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত হয়। মূলত, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর