রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের বারান্দা থেকে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী মারা গেছেন। বুধবার রাত ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর অবস্থায় শাহরিয়ারকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
জানা গেছে, শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের (২০১৭-১৮) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। রাত ৮টার দিকে হলের উপরতলা থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। তারপর দরজা খুললে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হয়। তবে উপর থেকে কিভাবে পড়ল, তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক