রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবহনের ট্রিপ ও রুট সংখ্যা বাড়ানোসহ পাঁচ-দফা দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্র ইউনিয়ন ও বিপ্লবী ছাত্রমৈত্রী। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এই দাবি জানান তারা।
দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে বাসের ট্রিপ ও রুট সংখ্যা বাড়ানো, পরিবহন খাতের হিসাব দেয়া, যাত্রী ছাওনি নির্মাণ, পরিবহন চত্বর সংস্কার ও পরিবহনে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়া।
নেতারা বলেন, জ্বলানী সংকটের অজুহাতে বাসের ট্রিপ সংখ্যা কমানো হয়েছে কিন্তু শিক্ষার্থীদের থেকে পরিবহন ফি কমানো হয়নি। ট্রিপ কমানোয় একজন শিক্ষার্থীর ১০টায় ক্লাস হলেও তাকে সকালের বাসেই ক্যাম্পাসে আসতে হচ্ছে। যেখানে জ্বালানী সংকট সমাধানে অন্য দেশগুলো গণপরিবহন বৃদ্ধি করেছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় বাসের ট্রিপ কমিয়ে পরিবহনে লুটপাট করে যাচ্ছে প্রশাসন। শিক্ষার্থীদের খরচ এমনিতেই প্রচুর বৃদ্ধি পেয়েছে সেখানে বাসের ট্রিপ কমিয়ে সেই খরচ আরও বেড়েছে।
তারা আরও বলেন, পরিবহনে প্রয়োজনীয় লোকবল নেই। ম্যাকানিক কিংবা হেল্পার দিয়ে চলানো হচ্ছে বাস। ফলে শিক্ষার্থীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। তাই অবিলম্বে এসব সমস্যার সমাধানের দাবি জানানো হয়। তা মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খন্দকার, সহ সাংগঠনিক তারিকুল হাসান ও সদস্য বাবলু হাসদাসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ