বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা (ছাত্র) ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা (ছাত্রী) ফাইনাল খেলা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া।
পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
আন্তঃঅনুষদীয় ফাইনালে কৃষি অনুষদ বিজয়ী এবং আন্তঃহল ফাইনালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বিজয়ী হয়েছে। আন্তঃঅনুষদে রানারআপ হয়েছে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ এবং আন্তঃহলে রানারআপ হয়েছে অস্থায়ী ছাত্রী হল।
বিকেলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ফাইনাল ফুটবল খেলা উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের বিপুল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন