শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি-এর ১১২ নম্বর কক্ষে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন সিইই বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন।
'ক্যারিয়ার কাউন্সেলিং ও এন্টারপ্রেনিয়ারশীপ' এর কনভেনর ও সিইই এলামনাইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. জহির বিন আলম, অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। এতে আলোচক হিসেবে ছিলেন গ্রীনবাডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী সৈয়দ তাসনীম মাহমুদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. জাকির হোসেন। অন্যাদের মধ্যে সিইই অ্যালামনাইয়ের প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেনসহ বিভাগের শিক্ষক ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এএম