রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ক্লাবের সভাপতি ফুয়াদ পাবলো বলেন, শিক্ষার্থীদের বিদেশে পড়ার ক্ষেত্রে উদ্ভুত প্রতিবন্ধকতা কাটিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ সহজ করার লক্ষ্যেই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে বিদেশে পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে।
দিনব্যাপী এই কর্মশালায় বিদেশে বিশ্ববিদ্যালয় খোঁজার কৌশল, সংশ্লিষ্ট অধ্যাপকের সঙ্গে যোগাযোগ, একাডেমিক সিভি তৈরি, স্টেটমেন্ট অব পারপোজ লিখা, আইইএলটিএস ও জিআরই'র জন্য প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসেবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইএমকে সেন্টার এডুকেশন ইউএসএ'র উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকি তুহিন, আউটরিচ কো-অর্ডিনেটর রুহুল আমীন এবং জিআরই কোয়ান্ট স্কুলের ফাউন্ডার ও মেন্টর সৌরভ সিমান্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল