শিক্ষার্থীদের উপর ‘অন্যায়-অত্যাচার-জুলুম’র প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিএম কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের চেয়ারম্যানকে ডিপার্টমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে তারা বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলামের অপসারণের দাবিতে অধ্যক্ষের কাছে স্মারক স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টায় বিএম কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সামনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগসহ সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. গোলাম রাব্বী অনিক, গোলাম কিবরিয়া নাহিদ ও রাতুল হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, বিভাগীয় চেয়ারম্যান কথায় কথায় শিক্ষার্থীদের সাথে দুর্ব্যহার করে। শারীরিক নির্যাতনও করে। ছাত্রীদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। প্রতিবাদ করলে বিভাগীয় চেয়ারম্যান ইচ্ছেকৃতভাবে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় ফেল করিয়ে দেয়। দীর্ঘদিন ধরে তার অন্যায় সইতে সইতে বাধ্য হয়ে প্রতিবাদ করছেন তারা। মানববন্ধনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলামকে ডিপার্টমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
পরে বিভাগীয় প্রধানের অপসারণের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষ এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. কাইয়ুম উদ্দিন আহম্মেদ। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল