ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিলো আলোকচিত্র প্রতিযোগিতার। রবিবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা-প্রকাশনা মেলার শেষ দিনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে দুটি ক্যাটাগরিতে ছয়জনকে সেরা আলোকচিত্র সহ আরও পাঁচজনকে সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বর্তমান শিক্ষার্থী ক্যাটাগরিতে মো. রায়হানুজ্জামান (লোক প্রশাসন) প্রথম, সায়িদ মো. নাঈম (ফারসি ভাষা ও সাহিত্য) দ্বিতীয় ও আরিফুল ইসলাম(লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) তৃতীয় পুরস্কার গ্রহণ করেন। বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে সম্মানসূচক পুরস্কার পান আবিদ হাসান আবির(একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), তাহনিয়াতুল জান্নাত সামিরা(আধুনিক ভাষা ইন্সটিটিউট), রজত পাল(সংস্কৃত) এবং আবু জাফর মো. সালেহ(ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।
এছাড়াও সাবেক শিক্ষার্থী ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান রিয়াসাত নাফিস(ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যনেজমেন্ট)। মঞ্জুরুল হক শুভ(মনোবিজ্ঞান) ও মহসীন কবির(প্রাচ্যকলা) দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার গ্রহণ করেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপনের অংশ হিসেবে টেলিভিশন, চলচ্চিত্র ও ফিল্ম বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়াকে আহ্বায়ক করে ফটোগ্রাফি প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জন্য একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক পাভেল রহমান, বাংলাদেশ টেলিভিশনের ফটোগ্রাফি পরিচালক নাসির মাহমুদ, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন হাবিবা রহমানের সমন্বয়ে জুড়ি বোর্ড গঠন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে থেকে ক্যাম্পাসের পরিবেশ, জীববৈচিত্র্য, বিভিন্ন উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন, খেলাধূলা, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রার্থনা/উপাসনা, এবং ইতিহাস ও ঐতিহ্য প্রভৃতি বিষয়ে আলোকচিত্র আহ্বান করা হয়। প্রতিযোগিতায় প্রায় ১৮০০টি আলোকচিত্র জমা পড়ে। এসব ছবি থেকে নির্বাচিত ১০০ টি ছবি নিয়ে গত ২ থেকে ৪ ডিসেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন