দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আজ বিকেলের এবং আগামীকাল মঙ্গলবার সকালের সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে।
সোমবার পরীক্ষা নিয়ন্ত্রক স. ম ইমানুল হাকিম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ ২৪ অক্টোবর বিকেলের এবং আগামীকাল ২৫ অক্টোবর সকালের সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ যথা সময়ে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।