ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আজ মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।
এছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবা যথারীতি চালু থাকবে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন