২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময় বাড়ানো হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময় ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১ নভেম্বর থেকে বিভিন্ন বিভাগে প্রথমবর্ষের অরিয়েন্টেশন সংশ্লিষ্ট কাজ অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১ সেপ্টেম্বর থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে পাশ করেছে ৪৬ শতাংশ শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/এমআই