ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ গত ২২ অক্টোবর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে, ফল-২২ সেমিস্টার এর বিভাগীয় নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে।
ইউল্যাবের রিসার্চ বিল্ডিং-এ অনুষ্ঠিত এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে স্বাগত জানানো এবং তাদের আগামী চার বছরের যাত্রার একটি ঝলক তুলে ধরা।
এমএসজে বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোর মাধ্যমে নবীনবরণের আনুষ্ঠানিকতা আরম্ভ করেন। স্বাগত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের, ভবিষ্যৎ সমাজে এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে তারা কতটা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে ব্যাখ্যা করে অনুপ্রেরনা দেন।
তিনি নবীণদের উদ্দ্যশ্যে বলেন, 'মানুষ যত তোমার উপর ভরসা করবে, তোমার পেছনে সময় দেবে, তুমি তত বেশি সফল হবে। এজন্যই সাফল্য-চক্রের গুরুত্ব এত বেশি। যে তোমার সাফল্য-চক্রে নেই, তার ব্যাপারে চিন্তা করো না। নিন্দুকের কথায় কান দিও না।'
অনুষ্ঠানটিতে এমএসজে বিভাগের শিক্ষকরা নিজেদের পরিচয় দেন এবং ইউল্যাবের এমএসজে বিভাগ কিভাবে দক্ষ মিডিয়া এবং পিআর পেশাদার সৃষ্টি করছে সে বিষয়ে যার যার অবস্থান থেকে বক্তব্য রাখেন। এসিস্ট্যান্ট প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, মেন্টিমিটার নামক একটি অনলাইন সফটওয়্যারের মাধ্যমে নবীনদের ডেমগ্রাফিক দিকগুলো তুলে ধরেন এবং এসিস্ট্যান্ট প্রফেসর ড. সরকার বারবাক কারমাল বিভাগের ইতিহাস এবং লক্ষ্য সম্পর্কে নবীণদের ধারনা দেন। সিনিয়র লেকচারার মুহাম্মদ আমিনুজ্জামান শিক্ষার্থীদের পোর্টফোলিও সম্পর্কে ধারনা দেন এবং স্মাতক পাশের ক্ষেত্রে তার গুরুত্ব বুঝিয়ে বলেন।
বর্তমান শিক্ষার্থীদের করা বিভিন্ন সৃজনশীল এবং ডিজিটাল প্রোজেক্ট এর ভিডিও প্রদর্শনীর মাধ্যমে আয়োজনের সমাপ্তি টানা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন