৪ ডিসেম্বর, ২০২২ ২১:২৭

কুমিল্লায় পর্দা নামলো ৮ দেশের গবেষকদের আন্তর্জাতিক কনফারেন্সের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পর্দা নামলো ৮ দেশের গবেষকদের আন্তর্জাতিক কনফারেন্সের

কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের গবেষকদের নিয়ে ব্যবসা, উদ্ভাবন এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের উপর আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স রবিবার সম্পন্ন হয়েছে। ওই কনফারেন্সের উদ্বোধন হয়েছে শনিবার। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওই কনফারেন্সের আয়োজন করা হয়। 

কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। এছাড়াও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম চৌধুরী সমাপনী পর্বে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বাইনারি ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রিপ্রিনিউরশিপের গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একুশে পদক প্রাপ্ত ভাষা গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের, অস্ট্রেলিয়ান একাডেমি ফর বিজনেস লিডারশিপের ভাইস প্রেসিডেন্ট ড. শফিকুর রহমান।

সিসিএন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কনফারেন্সের প্রধান উপদেষ্টা ড. আলী হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.খলিফা মো. হেলাল,ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, ইংরেজি বিভাগের ডিন অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খানসহ কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও গবেষকরা। 

প্রধান অতিথি বেস্ট পেপার প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান করেন তিনজনকে। তারা হলেন বিজনেস ট্র্যাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ইনোভেশন এন্ড টেকনোলজি ট্র্যাকে- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের  প্রভাষক প্রিয়া চৌধুরী ও সোস্যাল সায়েন্স ট্র্যাকে- মালয়েশিয়ার বাইনারি ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রিপ্রিনিউরশিপের গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম। 

উল্লেখ্য- কনফারেন্সে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ওমান, জাম্বিয়া, রাওয়ান্ডা ও ইসওয়াতিনিসহ বিশ্বের আটটি দেশের গবেষক অংশ নিয়েছেন।

সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, দুইদিনের সম্মেলনের শেষদিনে শতাধিক গবেষক একত্রিত হয়েছেন। সমাজের, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের যে সমস্যা আছে তা নিয়ে গবেষকরা যে কাজ করেছেন, তার ফলাফল বিভিন্ন দপ্তরে পৌঁছে দেবো। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর